গুরু মহাশয়
.jpg)
জন্মভূমি
মোঃ আরিফ হোসেন
হে আমার জন্মভূমি তুমি আমার, শুধু আমার। তোমাকে আমি ভালবাসি। তোমাকে ছাড়া কি একটি দিনও কল্পনা করা যায়? যায়না।তুমি আমাকে আলো দাও, বাতাস দাও, সুন্দর নয়ন দাও;আর কি চাই! তোমার ভালবাসা ছাড়া কি বাঁচা যায়? যায়না। তাইতো তোমাকে আমি জীবন দিয়ে ভালবাসি।
হে আমার জন্মভূমি তুমি কখনও পর হইওনা।পর হয়ে এতদূর' যেওনা যেন তোমাকে আমি খুঁজে না পাই।
হে আমার জন্মভূমি তুমি শুধু আমার থাক। তোমাকে ছাড়া আমার কিছুই ভাল লাগেনা;
বলতো জন্মভূমি কে কোথায় তোমাকে ছাড়া বেঁচেছিল? কেউ বাঁচেনি।কামাল, করিম, মুসোলিনি, হিটলার, জগৎশেঠ কেউ তোমাকে ছাড়া বাঁচেনি।তুমি মহান, অনেক বড় মহান, তোমার উদারতার কোন শেষ নাই।
তোমার উদারতার শেষ নাই বলেই তো আমি হাসি, গাই, ফূর্তি করি, যখন যেখানে ইচ্ছা হারিয়ে যাই। বলতো জন্মভূমি তোমাকে ছাড়া কে বেঁচে ছিল? সুলতানা কামাল কি তার মায়ের জন্য পাগল ছিলনা? জোহিনী দেবী কি তার মায়ের জন্য জীবন উৎসর্গ করেনি? জন্মভূমি তুমি মহান, অনেক বেশি মহান।তাইতো তোমার জন্য আমি কাঁদি, কাঁদতে কাঁদতে কোথায় যেন হারিয়ে যাই!
জন্মভূমি তোমার অনেক শখ? আমাকে একটি শখের কথা বল।কি চাও তুমি, আরবের খোরমা খেজুর, শ্রীরামের বিখ্যাত নাসপতি, সুন্দর বনের সুন্দর সুন্দর গোলপাতা? কি চাও তুমি, আমাকে বল, আমি এনে দেব।
জন্মভূমি তোমার অনেক শখ? সবচেয়ে বড় শখ দেখবে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের পাদদেশে কি ফুল ফোটে? চিন্তা কোরোনা জন্মভূমি সে আমি এনে দেব, সে আনা আমার জন্য কোন ব্যাপারইনা।
জন্মভূমি সারাক্ষণ কাঁদ! কাঁদতে কাঁদতে উদার হয়ে যাও: তোমার জন্যই এ জীবন, জানান দাও। জন্মভূমি তুমি কার কি ছিলেনা? ছিলে আপন মায়ের, ছিলে আপন বাপের, ছিলে আপন ভা'য়ের, ছিলে আপন বোনের, ছিলে আপন তিন তাতের! আজ তুমি সবার পর।কেন তুমি এমন একবার ভাব! ভুলেও এমন কারো উপকার করবেনা, যে তোমার আপন নয়! পারলে অপকার কোরো, যে তোমার আপন নয় তার অপকার কোরো।
হে আমার জন্মভূমি তোমার একটি শখ মদীনা দেখবার।আমি তোমাকে নিয়ে যাব।সাথে করে নিয়ে যাব। হযরত মুহাম্মদ সাঃ এর দেশ না নিয়ে কি পারা যায়? সাথে করে নিয়ে যাব, প্রয়োজনে তুমি ব্যাক পকেটে থাকবে।
হে আমার জন্মভূমি কত জনে কত কথা বলল! তুমি আমাকে একটি কথা বললেনা তুমি আমাকে কতটা ভালবাস? তোমার ভালবাসা নিয়েই যে আমি পাহাড় সমান ডিঙিয়েছি সে তুমি বললেনা!
জন্মভূমি তুমি আপন, বড় বেশি আপন, তাইতো তোমাকে আমি এত বেশি ভালবাসি।
জন্মভূমি পর্ হইওনা! পর্ হইওনা পর জনমেও।
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete